ফ্যাশন ব্র্যান্ড তাহুরের ঈদ সংগ্রহে আকৃষ্ট ক্রেতারা
এবারের ঈদকে কেন্দ্র করে, পুরো রমজান মাস জুড়েই চারটি ধাপে ঈদ সংগ্রহ লঞ্চ করছে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর। প্রথমবারের মতো বাংলাদেশ ও দুবাইয়ের বাজারের জন্য একই সংগ্রহ নিয়ে এসেছে এই ফ্যাশন ব্র্যান্ড। ইতোমধ্যেই দেশে ও দেশের বাইরের ক্রেতাদের নজড় কেড়েছে তাহুরের ঈদ সংগ্রহ। তাহুরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এই মডেস্ট ফ্যাশন ব্র্যান্ডের প্রধান নির্বাহী হানিউম মারিয়া চৌধুরী জানান, গত এগার বছর ধরে তাহুর দেশে ও বিদেশে প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ কালেকশনে আমরা প্রাধান্য দিয়েছি আরাম, সহজে পরিধানযোগ্য ও আভিজাত্যকে। বাংলাদেশ ও দুবাইয়ের বাজারের জন্য এবছর একই পোশাক তৈরি করা হয়েছে। তাই কাপড়ের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। এই সংগ্রহ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সব কাপড়। এর মধ্যে আছে চেরি, মুনলাইট, জাফরান, মিডা, মেটালিক অ্যাঞ্জেল, জুম, লিনেন, সিল্ক, জর্জেট, জেলি, ক্রেপ সিল্কসহ আরও নানা ধরনের কাপড়। পাশাপাশি ফটোশুটটিও করা হয়েছে বিশেষ ভাবে।
ঢাকায় তাহুরের বনানী ও ধানমণ্ডি আউটলেটের পাশাপাশি ঢাকার বাইরে সিলেটের আম্বরখানার আর্কেডিয়া শপিং কমপ্লেক্সেও আছে তাহুরের নিজস্ব আউটলেট। আউটলেটের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির ঈদ সংগ্রহ। অনলাইনে কিনতে হলে এই ব্র্যান্ডের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.tahoorstudio.com। তাহুরের নিজস্ব আউটলেট আর অনলাইন ছাড়াও ইউনিমার্টের সব আউটলেটেও পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু সংগ্রহ।
দেশের বাইরে দুবাইয়ের মাল্টি ব্র্যান্ড ডিজাইনার আউটলেট জুমেরাহতেও রয়েছে তাহুরের উপস্থিতি। এই জায়গাকে বলা হয় ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’। যেখানে কেবল দুবাইয়ের স্থানীয় ডিজাইনাররাই তাদের পোশাক প্রদর্শন করতে পারেন। আর এই ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’র ক্রেতা হলো দুবাইয়ের অভিজাতরা। সে কারণেই ডিজাইনাররা তাঁদের সিগনেচার ও প্রিমিয়াম সংগ্রহগুলোই সেখানে প্রদর্শন করেন। দুবাইয়ে তাহুর রেজিস্টার্ড ব্র্যান্ড হওয়ায় এবারের ঈদ সংগ্রহ ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’তেও পাওয়া যাচ্ছে। তাহুরের ঈদ আয়োজনে পেমেন্ট পার্টনার হিসেবে আছে স্টার্ন্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক। এসব ব্যাংকের কার্ড হোল্ডাররা তাহুরের আউটলেট ও ওয়েবসাইটে কেনাকাটায় ফ্লাট ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এ ছাড়া মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।