মিতব্যয়ীদের আনন্দ করার দিন আজ
মিতব্যয়ী আনন্দ (কম খরচে আনন্দ) দিবস আজ শনিবার (৫ অক্টোবর)। ১৯৯৯ সালে আমেরিকান লেখক শেল হরোভিৎজ উদ্যোগে দিনটি চালু হয়। অতিরিক্ত অর্থব্যয় না করে জীবন উপভোগ করার ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করতে এই দিবসের প্রবর্তন করেন তিনি। তবে এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ সচেতনতাও।
আনন্দ-ফূর্তি উদযাপনে অতিরিক্ত অর্থ ব্যয় নিতান্তই অপচয়। আনন্দ ও মিতব্যয়িতা সুন্দর পাশাপাশি একসঙ্গে চলতে পারে। কম খরচেও উচ্ছ্বল আনন্দ করা যেতে পারে। তবে অনেকেই হয়তো এর সঙ্গে দ্বিমত করবেন। এটা খুবই স্বাভাবিক। আমাদের সমাজ বাস্তবতাই এমন যে, এখানে আনন্দে সময় কাটানোর জন্য অর্থ খরচ করতে হবে—মানুষের মধ্যে এ রকম একটা ধারণা চালু রয়েছে।
বাড়তি অর্থ খরচ না করেও অমলিন সুখ পাওয়া সম্ভব। পুরো ব্যাপারটাই নির্ভর করছে, আপনি অর্থব্যয়ের ক্ষেত্রে কতটা চৌকস ও বুদ্ধিদীপ্ত তার ওপর। মনে রাখতে হবে মিতব্যয়ী মানে কৃপণতা নয়।
তবে বর্তমান বাজারব্যবস্থায় মিতব্যয়ী হওয়াটা সহজ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের বিলাসী জীবনের চিত্র, বাহারি বিজ্ঞাপনের ছড়াছড়ি আমাদের সামনে অপচয়ের রঙিন ফাঁদ পেতে রেখেছে। ফলে ধারদেনা করে হলেও অর্থের বিনিময়ে চাই সুখ।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার