শিশুর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস? যেভাবে ছাড়াবেন
শিশুর সারাদিন দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস? এই বদভ্যাস একবার তৈরি হলে তা ছাড়ানো খুবই কঠিন। এই বদভ্যাস থাকলে শিশুর নখে জমে থাকা ময়লা, জীবাণু পেটে চলে গিয়ে শরীর খারাপ হতে পারে। তবে ছোটবেলায় দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকেরই থাকে। পরে আবার ধীরে ধীরে এই অভ্যাস চলেও যায়। কিন্তু যদি দেখেন, শিশুকে কোনোভাবেই ওই অভ্যাস ছাড়াতে পারছেন না, তাহলে কয়েকটি কাজ করে দেখতে পারেন।– শিশুকে বোঝান দাঁত দিয়ে নখ কাটার...
সর্বাধিক ক্লিক