হবিগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া (২৫) এবং দাসপাড়ার মইন উদ্দিন আহমেদের ছেলে ফাহিম আহমেদ (৩০)।
ওসি অজয় চন্দ্র দেব জানান, গতকাল বুধবার দুটি মোটরসাইকেলে করে ছয় জন যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ এলাকায় যাচ্ছিলেন। পথে পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন। এ সময় অপর মোটরসাইকেলে থাকা তিন জন আহত যুবকদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।