আবারও ভৈরবে মালবাহী ট্রেনে গাঁজা ও ফেনসিডিল
কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রেন থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এই গাঁজাসহ ফেনসিডিল পায় রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায়। ভৈরব রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে চট্টগ্রাম হতে ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, এসব মাদকদ্রব্য একটি চক্র নিয়মিত সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। এর আগেও গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার মালবাহী ট্রেনের বগি থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা, ১৪ ডিসেম্বর মঙ্গলবার একই মালবাহী ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ জানান, মালবাহী ট্রেনে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে মাদক দ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। তবে এই চক্রটিকে শনাক্ত করতে রেলওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।