এবার রানীশংকৈল পৌর নির্বাচন বন্ধ
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিত করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে আদেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিটি আজ বুধবার পাঠানো হয়েছে।
ইসি সূত্র জানায়, সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে ৯ ডিসেম্বর এ পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে এক আদেশে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ রানীশংকৈল পৌরসভায় নির্বাচন বন্ধ হওয়ার আগামী ৩০ ডিসেম্বর ২৩২ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ২৩৫ পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল।