ভৈরব পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপির সংশয়
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীন।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরবের কমলপুরে মো. শরীফুল আলমের বাংলোতে এক সংবাদ সম্মেলনে পুলিশ ও উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন তিনি।
শাহীন অভিযোগ করেন, পুলিশ বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানি করছে। কিছু আওয়ামী লীগ নেতা তাঁর কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। স্থানীয় প্রশাসন একতরফা আচরণ করছে।
সংবাদ সম্মেলনে হাজি মো. শাহীনের প্রধান নির্বাচনী এজেন্ট মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি হাজি নূর মোহাম্মদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।