কিশোরগঞ্জে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির
কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, বিনা অভিযোগে গ্রেপ্তার, প্রচারকাজে বাধা ও হুমকি প্রদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ে দলের উদ্যোগে সাতটি পৌরসভার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌরসভা নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহের মনিটরিং কমিটির প্রধান ড. এম ওসমান ফারুক।
লিখিত বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশে বহুদলীয় গণতন্ত্রের সব পথ রুদ্ধ হয়ে যাবে। নির্বাচনে যদি সেনা মোতায়েন করা হয় তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’
ওসমান আরো বলেন, ‘যতই দমন পীড়ন চলুক না কেন বিএনপি নির্বাচন থেকে সরে আসবে না। এটি কোন প্রত্যাহারের নির্বাচন নয়। আমরা প্রত্যাহার করব না, শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই চালিয়ে যাব।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বলেন, ‘আমাকে ভৈরব পৌরসভায় যেতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিচ্ছে। আমার নিজ এলাকা হওয়া সত্বেও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে আমাকে ভৈরবে আসতে নিষেধ করেন এবং জানান, ওপর মহলের চাপ আছে, তাই এলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলে যেন নিজ দায়িত্বে আসি, আমার নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না।’
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘বিএনপি’র কর্মীদের গ্রেপ্তার- নির্যাতন করে প্রশাসন ও পুলিশ সরকারি দলের কর্মীর দায়িত্ব পালন করছে।’