‘বাদাম কাকু’ ভুবন এখন তানজানিয়ায়!
পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে ঝড় তুলছেন বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। এবার তাঁর ‘কাঁচা বাদাম’ গান মাতাল সূদূর তানজানিয়ার মানুষকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা একটু হলেও ঢুঁ মারেন, তাঁরা কিলি পল ও তাঁর বোনকে চেনেন। বলিউডের গানের প্রতি তানজানিয়ার এই তরুণের ভালোবাসা তো কারও অজানা নয়। এবার ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে একটি ভিডিও শেয়ার করেছেন কিলি পল। পূর্ব আফ্রিকায় ভুবন বাদ্যকর এখন হিট।
হিন্দুস্তান টাইমসের খবর, পেটের টানে কাঁচা বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে করতে গান বাঁধেন তিনি। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।’ মাস কয়েক ধরে সেই গান ঘুরছে অন্তর্জালজুড়ে।
ভুবন বাদ্যকরের সেই গানে নিজের নাচ দেখালেন কিলি পল। অন্তর্জালের সুবাদে তারকা হয়ে উঠেছেন দুজনে। তানজানিয়ার রাজধানী দার এস সালামের বাসিন্দা কিলি, পেশায় কৃষক।
ইনস্টাগ্রামে ১৪ লাখ অনুসারী কিলি পলের। তাঁর ভিডিয়োর দর্শক লাখো। ‘কাঁচা বাদাম’ ভিডিয়োটিতে তিন লাখ ৮০ হাজারের বেশি লাইক পড়েছে।