তফসিলের পর ছয় হাজার নেতাকর্মী গ্রেপ্তার
পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে বিএনপির ছয় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজসংলগ্ন মামুন মার্কেট চত্বরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সাল আমীনের পক্ষে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। পরে তিনি সদর পৌরসভার কয়েকটি ওয়ার্ডে মতবিনিময় ও গণসংযোগে যোগ দেন।
আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে কেন্দ্র ও ভোটকে পাহারা দিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সারা দেশের মানুষের সামনে দীর্ঘদিন পর প্রিয় ধানের শীষ প্রতীক এসেছে। সে কারণেই তারা উৎফুল্ল হয়ে উঠেছে। তারা ধানের শীষে ভোট দিয়ে অস্বস্তিকর, গুমোট, শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পাবে।’
‘বাংলাদেশে একটা কঠিন সময় চলছে, একটা দুঃসময় চলছে। এখানে আজকে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়েছে। একটি দল পুরো কর্তৃত্ব নিজেদের মধ্যে নিয়ে ভিন্ন মত যারা পোষণ করে, তাদের তারা নির্মূল করে দিতে চাইছে।’
পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অনেকে বলেন, পৌরসভা নির্বাচনে আপনারা কেন অংশগ্রহণ করছেন? পৌরসভা নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না। হ্যাঁ, সরকার পরিবর্তন হবে না। কিন্তু এই পৌরসভা নির্বাচন সরকার দিয়েছে দলীয় প্রতীকে। অর্থাৎ ধানের শীষ আর নৌকার মধ্যে লড়াইটা চলছে। অর্থাৎ এটা যদি সরকার প্রমাণ করতে পারে যে, ধানের শীষ জনপ্রিয় নয়, তাহলে তাদের খুব সুবিধা হবে।’
বিএনপি এ নির্বাচনকে আন্দোলনের ধাপ হিসেবে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারবিরোধী আন্দোলনকে সফল করতে হলে নির্বাচনে জয়যুক্ত হতে হবে।