মাদারীপুরে বাবুল হাওলাদারের হ্যাটট্রিক বিজয়
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুল হাওলাদার হ্যাটট্রিক বিজয় অর্জন করেছেন।
আজ সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ষষ্ঠ ধাপের এ নির্বাচনে এই ইউনিয়নের নয়টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ২০ হাজার ৯৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বাবুল হাওলাদার সাত হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিল দর্জি পেয়েছেন সাত হাজার ৩৬৩ ভোট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, জেলায় একটি ইউনিয়নেই আজ নির্বাচন ছিল। তাই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল আমাদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এ ছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া নির্বাচন সম্পন্ন করতে পেরে আমরা খুশি।