নওগাঁয় কেন্দ্রে যাওয়ার পথে সদস্য পদপ্রার্থীর মৃত্যু
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী নকুল চন্দ্র দাস (৫৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নকুল চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস জানান, বাবা নিয়ামতপুর সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। হঠাৎ আজ দুপুরে ভ্যানে চড়ে স্থানীয় কানউল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন দুপুরে ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভ্যানে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, 'নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর তিনি শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন। ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি আরও বলেন, 'তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।'
ভোটগ্রহণের দিন নকুল চন্দ্র দাসের হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলায় আটটি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। মোট ভোটার এক লক্ষ ৯৭ হাজার ৮৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬০৩ এবং মহিলা ভোটার এক লাখ ২৪৪। আট ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।