মহাকাশ থেকে রং নম্বরে ফোন, ‘এটা কি পৃথিবী?’
ক্রিসমাসের ব্যস্ত সময়। বিভিন্ন স্থান থেকে আত্মীয়স্বজনরা টেলিফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। একটুকু দম ফেলার ফুসরত যেন নেই। ঠিক সে সময়ে একটি টেলিফোন। ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে ভেসে আসে, ‘এটা কি পৃথিবী?’
স্বভাবতই কেউ ফাজলামো করছে বলে মনে করেছিলেন টেলিফোনের এপাশে থাকা নারী।
এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, এটি কোনো ফাজলামো ছিল না। এটি ছিল রং নম্বর। আর যিনি ফোন করেছিলেন তিনি সত্যিই জানতে চেয়েছিলেন যে টেলিফোন কলটি পৃথিবীতে গেছে কি না।
কারণ ফোনটা করা হয়েছিল মহাকাশ থেকে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) অবস্থান করা প্রথম ব্রিটিশ মহাকাশচারী টিম পিক তার পরিবারকে বড়দিনের শুভেচ্ছা জানাতে করেছিলেন ফোনটি। তবে দুর্ভাগ্যবশত সেটি রং নম্বরে চলে যায়।
বিষয়টি জানিয়ে গতকাল বৃহস্পতিবার টিম পিক টুইটারে লেখেন, ‘এই মাত্র যে নারীকে ভুল করে ফোন করেছিলাম তার কাছে আমি দুঃখ প্রকাশ করতে চাই। এটা পৃথিবী কি না জানতে চেয়ে যে ফোনটি আমি করেছিলাম সেটি মোটেও ফাজলামো ছিল না। এটা ছিল একটা রং নম্বর।’