তিন বছরের শিশুকে ভালুকের খাঁচায় ফেলে দিলেন মা (ভিডিও)
শিশুদের বিভিন্ন ধরনের প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চিড়িয়াখানায় নিয়ে যান বাবা-মায়েরা। এতে শিশুরা যেমন নানা প্রাণী সম্পর্কে জানতে পারে তেমনি তাদের সময়ও বেশ মজায় মজায় কেটে যায়। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে সবাই হতবাক হয়ে গেছেন।
ওই ভিডিওতে দেখা গেছে, চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া এক নারী নিজের তিন বছর বয়সী মেয়েকে ভালুকের খাঁচায় ফেলে দিয়েছেন। এই ঘটনা ঘটেছে উজবেকিস্তানের একটি চিড়িয়াখানায়।
তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাশকেন্ত চিড়িয়াখানায় মা তার মেয়েকে নিয়ে ভালুকের খাঁচার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি রেলিংয়ের ওপর দিয়ে শিশুটিকে খাঁচার ভেতরে ফেলে দেন। একটি ভালুক সে সময় সেখানে হাঁটাচলা করছিল। খবর এনডিটিভির।
হঠাৎ করেই শিশুটি খাঁচায় পড়ে যাওয়ায় ভালুকটি ভয়ে দূরে সরে যায়। আর ওই নারীও তার বাচ্চাকে খাঁচায় ফেলে দেওয়ার পর খুব স্বাভাবিক ভাবেই সেখান থেকে হেঁটে চলে যান। যেন কিছুই ঘটেনি।
শিশুটিকে প্রায় ১৬ ফুট নিচে ফেলে দেওয়া হয়েছিল। তবে ভালুকটি শিশুটির কোনো ক্ষতি করেনি। এই ঘটনার অল্প সময়ের মধ্যেই চিড়িয়াখানার কর্মীরা সেখানে উপস্থিত হন। তারা সঙ্গে সঙ্গেই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। ভিডিওতে দেখা গেছে, ছয়জন কর্মী সেখানে ছুটে আসেন এবং একজন শিশুটিকে কোলে তুলে নিয়েছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
এদিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাথায় আঘাত পেয়েছে এবং পড়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে কেটে গেছে।