পৌর নির্বাচনে আ.লীগ সন্ত্রাস করছে : ফখরুল
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে ‘সন্ত্রাস’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
urgentPhoto
আজ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী প্রচার ও পথসভায় এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের কলেজ বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে অতি অল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে তাদের ওপর চাপ সৃষ্টি হবে। তাই একদলীয় শাসনব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রানীশংকৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জামায়াত নেতা মোকারম হোসেনের প্রচার ও পথসভায় অংশ নেন।