পাবনা প্রেসক্লাব সদস্যের পরিবারকে কল্যাণ তহবিলের চেক হস্তান্তর
পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য মোফাজ্জল হোসেনের পরিবারকে কল্যাণ তহবিলের এক লাখ চার হাজার ৫৯০ টাকার চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার রাতে পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, কল্যাণ সম্পাদক খান সরোয়ার মোর্শেদ উল্লাস পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য মোফাজ্জল হোসেনের স্ত্রী রিজিয়া বেগমের হাতে এই চেক তুলে দেন।
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও প্রেসক্লাবের সহসম্পাদক তপু আহমেদ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, প্রেসক্লাব সদস্য আবু হাসনা মুহম্মদ আইয়ুব, মোস্তাফিজুর রহমান রাসেল, ফাহিমুল কবীর খান শান্ত, ইমরোজ খন্দকার বাপ্পী, রিজভী জয়, মিজান তানজিল, মনিরুজ্জামান শিপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।