এনটিভিতে একক নাটক ‘বৃষ্টি বন্দনা’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘বৃষ্টি বন্দনা’।
মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিলা আক্তার, কাজী উজ্জ্বল, সালমান রাফি, সিদ্দিক মাস্টার প্রমুখ।
নাটকের গল্প এমন—বন্দনা বেশ অনেক দিন যাবৎই অসুস্থ। কোনও চিকিৎসাই কাজে দিচ্ছে না। তাই ডাক্তারের পরামর্শে হাওয়া বদলের জন্য বিপুল বন্দনাকে নিয়ে সমুদ্রের পাড়ে বেড়াতে আসে। জনবহুল এলাকা থেকে একটু দূরের কোনও কটেজ খুঁজছিল বিপুল। সুন্দর একটা রিসোর্ট পেয়ে বন্দনাকে নিয়ে সেখানে ওঠে।
রিসোর্টের মালিক বৃষ্টি ও তার পক্ষাঘাতগ্রস্ত বাবা কবির সাহেব খুব আন্তরিক। রিসোর্টে বেড়াতে আসা প্রতিটা ক্লায়েন্টের সাথেই তারা মিস্টি ব্যবহার করে। বন্দনা ঝিম মেরে বসে থাকে। দুঃস্বপ্ন দেখে চমকে চমকে ওঠে।
এত কিছুর পরেও বিপুল হতাশ না হয়ে বন্দনার সুস্থতার জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। কিন্তু বন্দনার ভাবনার জগৎ ভিন্ন, তার সব সময় সন্দেহ হয়, বিপুল কেন তাকে এখানে নিয়ে এসেছে? বিপুল কি তাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চায়? এমন নানা প্রশ্নের উত্তর মেলানোর জন্য চোখ রাখুন এনটিভির পর্দায়।