নরসিংদীতে চিকিৎসকের সহকারীর গলাকাটা মরদেহ উদ্ধার
নরসিংদীর ঘোড়াশালে একটি ডেন্টাল চেম্বার থেকে চিকিৎসকের এক সহকারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার টুথ অফিস নামক একটি ডেন্টাল চেম্বার থেকে ওই যুবকের গলাকাটা মরহেদটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
নিহত চিকিৎসকের এক সহকারী মীর মাইনুল হক ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আব্দুল ফেলু মীরের ছেলে। তিনি টুথ অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওই যুবক তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও নিহত মাইনুল হকের স্বজনরা জানায়, মাইনুল গত বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্দান পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার সকালে তার স্ত্রী শ্রাবন্তী পলাশ থানায় একটি নিখোঁজের জিডি করেন। এরই মধ্যে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা দিকে ডেন্টাল চেম্বারের মালিক ডাক্তার শিহাবুল হক চেম্বার খুলে ভিতরে ঢুকেই মাইনুলের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত মাইনুল হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানান, হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহত মাইনুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।