জাকিয়া হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের বাসিন্দা জাকিয়া মল্লিক হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী মোর্শেদায়ান নিশানসহ চার জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সামসুল হক বাদল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামি হলেন মোর্শেদায়ান নিশান, এহসান সুজান, আনিছুর রহমান ও মো. হাসান শেখ।
পিপি সামসুল হক বাদল জানান, গত ১০ ফেব্রুয়ারি মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় ২৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন বিচারক।
এজাহার থেকে জানা যায়, যৌতুকের দাবিতে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের বেদগ্রামের ৬৩৯/৫ নম্বর বাড়িতে জাকিয়াকে নির্যাতন করা হয়। এ ঘটনায় পুলিশ জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, তাঁর ভাই এহসান সুশান, বোন-জামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমানকে আটক করে। এ সময় জাকিয়াকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাকিয়ার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোর্শেদায়ান নিশানসহ চার জনকে আসামি করা হয়
পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।