ভিনগ্রহের ডিম!
বড়সড় সাদা রঙের একটা ডিম। ডিম ফুড়ে বেরিয়ে এলো একাধিক মাংসল বাহু। এ ধরনের দৃশ্য তো বাড়ির বাগানে, নদীর পাড়ে কখনো দেখা যায় না! আশপাশের বনেও এ দৃশ্য বিরল! তাহলে এ ডিম পৃথিবীর অংশ নয়? এসেছে ভিন্ন কোনো গ্রহ থেকে?
আর ডিম ফুটেই জন্ম নিল এলিয়েন?
সংবাদপত্র ডেকান ক্রনিকল আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনা ঘটেছে দক্ষিণ ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের নিউ ফরেস্ট এলাকায়। ওই এলাকার এক বনে ছবি তুলছিলেন আলোকচিত্রী ড্যান হোয়ার্স। তাঁর ক্যামেরায় ধরা পড়ে এ বিরল দৃশ্য। আর তিনি তা পোস্ট করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরই মানুষ উপরের মন্তব্যগুলো করতে থাকে।
বিষয়টি খোলাসা করেছেন ড্যান হোয়ার্স নিজেই। এটি এক ধরনের ছত্রাক। ইংরেজিতে বললে সবাই চেনে, ফাংগাস। ওই সাদা অংশ থেকে লাল রঙের পাতার মতো অংশ বেরিয়ে আসে। লালের মধ্যে কালো কালো দাগ পড়া এসব পাতার শরীরটা মাংসের মতো। এ কারণে একে প্রাণীর মতো মনে হয়ে ভুল হতে পারে।
চমকটা আরো লেগেছে এ কারণে ঠিক ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মতোই ওই ছত্রাক সাদা অংশটি থেকে বের হয়েছে। ডান হোয়ার্স জানিয়েছেন, ওই নিউ ফরেস্ট এলাকায় এসব ছত্রাকের জন্ম হচ্ছে অনেক।