চুয়াডাঙ্গায় স্বর্ণ ও মোটরসাইকেলসহ দুজন আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের রাস্তা থেকে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের দাম এক কোটি ২২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে দর্শনা বিওপির কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য নাস্তিপুর গ্রামের রাস্তায় অবস্থান নেন। ওই রাস্তা দিয়ে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল আরোহী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মরহুম এমদাদুলের ছেলে কাওসার (৪০) ও একই গ্রামের শামসুল হকের ছেলে আনিসুর রহমানের (৩৮) দেহ তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়।’
বিজিবি সদস্যরা উদ্ধার করা স্বর্ণের বার, মোটরসাইকেল ও আটক দুজনকে চুয়াডাঙ্গা বিজিবি সদর দপ্তরে নিয়ে আসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হবে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান।