আরেকটি ভাইরাস আমাদের আক্রমণ করেছে : জেলেনস্কি
রুশ হামলাকে ভাইরাসের সঙ্গে তুলনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুই বছর আগে তাঁর দেশে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়েছিল।
‘এক সপ্তাহ হয়েছে আরেকটি ভাইরাস আক্রমণ করেছে,’ বলেছেন জেলেনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বাড়ি ফিরে যেতে’ও বলেছেন জেলেনস্কি। খবর বিবিসির।
পুতিনের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের উচিত তাঁর দেশের রুশভাষীদের সুরক্ষা দেওয়া, বিশ্বজুড়ে থাকা সব রুশভাষীদের নয়।
‘সেখানে (রাশিয়ায়) বোধহয় ১৫ কোটির মতো আছে,’ বলেছেন তিনি।
ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার টানা গোলাবর্ষণের প্রসঙ্গ এনে জেলেনস্কি দেশকে পুনর্নির্মাণের অঙ্গীকার করেন। বলেন, রাশিয়া ‘যুদ্ধের ক্ষতিপূরণ’ বিষয়েও শিখবে।
‘আপনি যদি আমাদের সব ক্যাথেড্রাল ও গির্জাও ধ্বংস করে ফেলেন, আমাদের বিশ্বাস ধ্বংস করতে পারবেন না। ইউক্রেন এবং ঈশ্বরের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস ধ্বংস করতে পারবেন না।’
‘আমরা প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি শহর পুনর্নির্মাণ করবো। রাশিয়াকে বলবো ‘পরাজিত রাষ্ট্রের দেওয়া ক্ষতিপূরণ’ ও ‘কর’ সম্বন্ধে শিখো রাখো।
‘আপনাদেরকে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, আমাদের প্রতিটি ইউক্রেনীয়ের বিরুদ্ধে যা করেছেন তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে,’ বলেছেন জেলেনস্কি।