ন্যাটোর ‘দুর্বলতার’ কঠোর সমালোচনা জেলেনস্কির
ন্যাটো সামরিক জোটের নেতাদের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, এখন থেকে তাঁর দেশে যুদ্ধে যত মানুষের মৃত্যু হবে, তার জন্য রাশিয়ার পাশাপাশি ন্যাটোনেতারা দায়ী থাকবেন। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার জেলেনস্কি জাতির উদ্দেশে ভাষণ দেন। ধারণা করা হচ্ছে রাজধানী কিয়েভে নিজ কার্যালয় থেকে ভাষণ দেন তিনি। ভাষণে জেলেনস্কি ইউক্রেনে নো-ফ্লাই-জোন প্রতিষ্ঠায় ন্যাটোনেতাদের অস্বীকৃতির তীব্র নিন্দা জানান।
জেলেনস্কি বলেন, ‘আজ থেকে যতজন প্রাণ হারাবে, তাদের মৃত্যুর জন্য আপনারাও দায়ী থাকবেন—আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের যোগযোগ বিচ্ছিন্নের কারণে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আজ ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্বল ও বিভ্রান্ত এক শীর্ষ সম্মেলন। ইউরোপের স্বাধীনতার লড়াইকে সবাই যে প্রধান লক্ষ্য বলে মনে করে না—এ শীর্ষ সম্মেলনে তাই দেখা গেল।’
‘ন্যাটোভুক্ত দেশগুলোর সব গোয়েন্দা সংস্থা শত্রুর পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে জানে। তারা নিশ্চিত করেছে যে, রাশিয়া আক্রমণ চালিয়ে যেতে চায়’, যোগ করেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘ন্যাটো ইচ্ছা করে ইউক্রেনের আকাশ বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটো জোটের দেশগুলো বয়ান দিচ্ছে—ইউক্রেনের আকাশপথ দিয়ে চলাচল বন্ধ করলে, তা রাশিয়াকে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে উসকানি দেবে৷’
‘এসব বক্তব্য আসলে যারা দুর্বল এবং ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে—তাদের নিজেদের ভুলিয়ে রাখার বয়ান। অথচ সত্যিটা হলো—তাদের (ন্যাটো) কাছে আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী অস্ত্র রয়েছে।’
এ ছাড়া রুশ হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে জেলেনস্কি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘ইউক্রেন না বাঁচলে, ইউরোপও বাঁচবে না। ইউক্রেনের পতন হলে, পুরো ইউরোপের পতন হবে।’