ইউক্রেনের সুমাই, মারিওপোল ‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’
রাশিয়ার হামলায় ইউক্রেনের সুমাই অঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোল ‘মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
সুমাই অঞ্চলের উত্তরের আখতিরকা ও ত্রস্তিয়ানেতস শহরে এখন বিদ্যুৎ ও পানি নেই, বলেছেন ইউক্রেন সরকারের উপদেষ্টা ভাদিম দেনিসেনকো।
রুশ হামলা অব্যাহত থাকলেও শনিবার রাত ‘তুলনামূলক শান্ত’ ছিল বলেও তিনি জানান।
বিবিসি জানিয়েছে, মারিওপোল থেকে বেসামরিকদের বের হয়ে যাওয়ার সুযোগ করে দিতে শনিবার রাশিয়া ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা ৩০ মিনিটও স্থায়ী হয়নি। এরপর ফের রুশ বাহিনীর গোলাবর্ষণ শুরু হয়।
রোববার ওই ‘মানবিক করিডোর’ ফের খুলে দেওয়া হতে পারে বলে রুশপন্থি বিদ্রোহীদের পরিচালিত দোনেৎস্কের কর্মকর্তা এডুয়ার্ড বাসুরিনের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।