বেলারুশে তৃতীয় দফা বৈঠকে ইউক্রেন-রাশিয়া
রুশ আগ্রাসন বন্ধে আলোচনার জন্য বেলারুশে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। চলমান পরিস্থিতি নিয়ে এটি দুই দেশের মধ্যকার তৃতীয় দফা আলোচনা।
সোমবার স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের বৈঠেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর খুলে দেওয়া।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে চলমান পরিস্থিতি নিয়ে প্রথম বৈঠক করেন দুই দেশের প্রতিনিধি দল। এরপর ৩ মার্চ বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগের দুই বৈঠকেই প্রাধান্য পেয়েছে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর খুলে দেওয়ার বিষয়টি। এসময় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও দেয় ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় দুই দেশের প্রতিনিধিদের ওই দুই বৈঠক।