স্বরূপকাঠিতে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘আমরা বিষয়টা শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।’