চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সোনামসজিদ সড়কের খড়গপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জের ধবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৩) ও নামো কয়লারদিয়ার এলাকার আবু বক্কারের ছেলে ট্রলিচালক আব্দুল মমিন (১৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, সকালে সোনামসজিদ মহাসড়কের খড়গপুরে সোনামসজিদ থেকে আসা একটি ট্রলির সঙ্গে কানসাট এলাকা থেকে যাওয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক মমিন ঘটনাস্থলেই এবং মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।