খাদ্যসহ বিভিন্ন সংকটে রুশ বাহিনী : যুক্তরাজ্য
ইউক্রেনে রুশ সামরিক বাহিনী খাদ্যসহ বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় সৈন্যদের খাদ্য ও জ্বালানীসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে রুশ বাহিনী।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনকে যেভাবে দেখেছিল, ইউক্রেন এখন আগের চেয়ে আলাদা।’ সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জেলেনস্কি আরও বলেন, ‘২০১৪ সালের দিকে রাশিয়া বিনা লড়াইয়ে ক্রিমিয়া দখল করেছিল এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছিল। কারণ, তারা পূর্ব দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘দখলদাররা ভেবেছিল, তারা আগের ইউক্রেনে যাচ্ছে, ২০১৪-২০১৫ সালে যেখানে তারা নির্ভয়ে অনৈতিক কাজ করেছিল। কিন্তু, এখন আমরা আলাদা। এ জন্যই আমরা একটি পূর্ণ মাত্রার আক্রমণের বিরুদ্ধে লড়াই চলমান রাখছি।’