নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্র ইমন হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এই রায় দেন।
এই মামলায় দুই নারীকে যাবজ্জীন কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, মসজিদে ইমামের বেতন দেওয়া নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালে ১৩ জুন স্কুলছাত্র ইমন হোসেনকে অপহরণ করে আসামিরা। পরে ২২ জুন বাড়ির পাশে ডোবায় ইমনের নয় টুকরা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ইমনের বাবা ইসমাইল হোসেন রমজান মিয়া ফতুল্লা থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।