চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককৃতী এলাকা থেকে আজ শুক্রবার পুলিশ দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ মো. ইমন (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে। ইমনের বাড়ি চককৃতী ইউনিয়নের মকিমপুর গ্রামে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে শিবগঞ্জ পুলিশের একটি দল মকিমপুর গ্রামে ইমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ ইমনকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।