স্মৃতিসৌধে মোবাইল চোরচক্রের ১৩ সদস্য আটক
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ। সেখানে ভিড় হয়। আর, সে ভিড়ের সুযোগ নেওয়া সক্রিয় চোরচক্রের ১৩ জনকে আটক করেছে পুলিশ।
এ সময় আটক করা ব্যক্তিদের কাছ থেকে চুরি করা ১৯টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
চোরচক্রের সদস্যদের আটকের তথ্য আজ রোববার নিশ্চিত করেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক হারুনুর রশিদ। তবে, আটক করা ব্যক্তিদের নাম জানানো হয়নি।
পুলিশ জানায়, গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত স্মৃতিসৌধে ঘুরতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে একটি চোরচক্র মোবাইল, ম্যানিবাগ, টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছিল। পরে কয়েকজন ভুক্তভোগী বিষয়টি স্মৃতিসৌধের দায়িত্বে থাকা পুলিশের নজরে আনলে পুলিশ স্মৃতিসৌধে অভিযান চালিয়ে ওই চোরচক্রের ১৩ জন যুবককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুনুর রশিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি চলছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।’