সেলসে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ুন আকিজ সিরামিকসে
আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ সিরামিকস বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগের এই শূন্য পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
ন্যাশনাল সেলস ম্যানেজার
এমএসসি বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর।
মার্কেটিং ম্যানেজার
এমএসসি বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া প্রার্থীদের ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৪৫ বছর বয়সী প্রার্থীরা।
এরিয়া ম্যানেজার
বিএসসি, এমএসসি বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। পাশাপাশি প্রার্থীদের থাকতে হবে ন্যূনতম ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।
সেলস বা ব্র্যান্ড এক্সিকিউটিভ
এমএসসি বা এমবিএ ডিগ্রিধারী এবং তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত বয়স ২৫ থেকে ৩২ বছর।
এমআইএস বা মার্কেট অডিট অফিসার
এমআইএস থেকে স্নাতক বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের জন্য নির্ধারিত বয়স ২৫ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন আকিজ গ্রুপের ওয়েবসাইটের (jobs.akij.net) মাধ্যমে। আবেদনপত্র পাঠানো যাবে ১৭ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১ জানুয়ারি-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :