মিরাকল ইন্ড্রাস্টিজের শেয়ারদর বাড়ার সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ড্রাস্টিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো সংবেদনশীল তথ্য নেই। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে চিঠি পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১৩ কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবসেই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে। গত ১৪ ডিসেম্বর এর দর ছিল ২১ টাকা, যা ৩ জানুয়ারি দাঁড়ায় ২৭ টাকা ৫০ পয়সায়। এ সময়ে এর দাম বেড়েছে ছয় টাকা ৫০ পয়সা।
ডিএসইতে আজ এ সোমবার শেয়ারের দর দুই টাকা বেড়ে দিনভর দাম ২৭ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৯ টাকা ৫০ পয়সা।
২০১৫ সালের ৩০ জুন হিসাব বছরে মিরাকল ইন্ড্রাস্টিজের কর-পরবর্তী আয় চার কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় এক টাকা ৬৮ পয়সা। নিট সম্পদমূল্য (এনএভি) ৪৮ টাকা ৪৬ পয়সা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ২৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ৪৮ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ( ইপিএস ) ১০ পয়সা ও এনএভি ছিল ৪৮ টাকা ২৩ পয়সা।
প্রতিষ্ঠানটির শেয়ারসংখ্যা দুই কোটি ৭১ লাখ ৩৩ হাজার ১৮৫টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে পাঁচ দশমিক ৬২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর ৪৪ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।