‘দ্বন্দ্বে’ নিজের সিনেমার প্রচারণায় নেই শাকিব খান
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি মিলছে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা, যার মধ্যে ‘গলুই’ সিনেমার প্রচারণায় অংশ নিলেও ‘বিদ্রোহী’র প্রচারণায় দেখা মিলছে না ঢাকাই সিনেমার শীর্ষ নায়ককে।
যুক্তরাষ্ট্রে অবস্থান করায় প্রচারণায় অন্তর্জালে ভরসা রাখছেন শাকিব খান। ফেসবুক ও ইনস্টাগ্রামজুড়ে ‘গলুই’ সিনেমা নিয়ে একাধিক পোস্ট দেখা গেলেও ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে এখনও আপডেট জানাননি নায়ক।
ঠিক কী কারণে নিজের সিনেমার প্রচারণা নিয়ে শাকিবের এমন দ্বৈতনীতি?
‘বিদ্রোহী’ সিনেমা প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাকিব কেন তাদের সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন না? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘আমরা জানি না, চুক্তির সময়ই প্রচারণার বিষয়টি ছিল। তবুও দেশের শীর্ষ নায়ক হয়ে নিজের সিনেমার প্রচারণা করছেন না কেন, সেটা আমাদের জানা নেই। এসব কারণেই আমাদের দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’
প্রচারণা নিয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নে এই কর্মকর্তার উত্তর, ‘না, আমরা যোগাযোগ করতে পারিনি। উনি এখন দেশের বাইরে আছেন, দেশে ফিরলে উনি প্রচারণায় অংশ নেবেন বলে আমরা এখনও আশা করছি।’
তবে এনটিভি অনলাইনের অনুসন্ধান বলছে, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বে ‘বিদ্রোহী’ সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছেন না শাকিব খান। সেই সঙ্গে আছে, সিনেমাটির নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হওয়ার চার বছর পর মুক্তির ব্যাপারটি।
যদিও এ প্রসঙ্গে শাকিব খান ও তাঁর ঘনিষ্ঠরা আনুষ্ঠানিক কোনও মক্তব্য করতে রাজি নন। এর আগে একাধিকবার গণমাধ্যমে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও শাকিব খান পরস্পরবিরোধী মন্তব্য করেছেন।
একাধিক ইস্যুতে দীর্ঘদিন ধরে শাপলা মিডিয়া ও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের মধ্যে সম্পর্কে জটিলতা রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে শাকিব খানকে ‘আমি নেতা হবো’ সিনেমায় চুক্তিবদ্ধ করে প্রথম আলোচনায় আসে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।
এরপর শাকিবকে নায়ক করে ‘চিটাঙ্গাইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’ ও ‘শাহেনশাহ’ সিনেমা নির্মাণ করে বাংলাদেশে একটি শক্ত অবস্থান তৈরি করেছিল প্রযোজনা সংস্থাটি। কিন্তু শাকিব নিজের প্রযোজনা সংস্থা থেকে নিয়মিত সিনেমা করার পর শাপলা মিডিয়া ও শাকিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও অভিষেক হতে যাওয়া সুচিস্মিতা মৃদুলা।