র্যাবের জালে ধরা সংঘবদ্ধ মলমপার্টি-ছিনতাইকারী
এখনো তেমনভাবে শুরু হয়নি ঈদযাত্রা। তবে জমে উঠেছে কেনাকাটা। ঈদ উপলক্ষ্যে মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ধরা পড়েছে মলম মলমপার্টি ও ছিনতাইকারীসহ সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা। র্যাবের অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আটক হন তাঁরা। এ সময় তাঁদের কাছ অস্ত্রসহ মলম, মোবাইলফোন ও মাদক জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য জানান।
এক বিবৃবিতে আ ন ম ইমরান খান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক ছিনতাইকারী, মলমপার্টি, কিশোর গ্যাং এবং অজ্ঞানপার্টির সদস্যরা সংঘবদ্ধ হয়ে অপকর্ম করতেন। আটকের সময় তাঁদের কাছ থেকে বিপুল মোবাইলফোন, প্যাথেডিন ইনজেকশন, বিশাক্ত মলম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সকাল সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।