ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উসকানির অভিযোগে আটক ১
ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উসকানির অভিযোগে বাবুল হোসেন নামের এক সাবেক পৌর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। এদিকে, উসকানি দিয়ে দাঙ্গা সৃষ্টি এবং আদিবাসীদের ভূমি জবরদখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। আজ শনিবার বেলা ১২টার দিকে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আদিবাসীরা।
শহরের মন্দিরপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি পরে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা আদিবাসী পরিষদ ও আদিবাসী ওঁরাও সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, যুবলীগ নেতা সমীর দত্তের নেতৃত্বে পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল হোসেন আদিবাসীদের জমি জবরদখল করতে না পেরে মসজিদে মুসলিমদের ওপর হামলা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়ায়। এ নিয়ে শহরের মন্দিরপাড়ার আদিবাসী ও মুসলিম সম্প্রদায় মুখোমুখি হয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক পৌর কাউন্সিলর বাবুলকে আটক করে।
অবিলম্বে সব ভূমিদস্যু ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আদিবাসী পরিষদের নেতারা।