ইউক্রেনের স্কুলে রুশ হামলা, ৬০ জন নিহতের আশঙ্কা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা গ্রামের একটি স্কুলে শনিবার রাশিয়ার হামলায় অন্তত ৬০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, হামলার শিকার স্কুল ভবনটিতে থাকা সবাই নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন লুহানস্কের গভর্নর সেরহিই হ্যাইড্যাই। তিনি বলেন, ‘বিমান হামলায় করা একটি বোমা স্কুলে পড়েছে। পুরো ভবনটি ধ্বংস হয়ে গেছে। ৬০ জনের মতো সেখানে আশ্রয় নিয়ে অবস্থান করছিল। ধ্বংসাবশেষ সরানো হলে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া হবে।’
রুশ বোমা হামলার পর আগুন নেভাতেই ফায়ার সার্ভিসের কর্মীদের তিন ঘণ্টা লেগে যায়।
রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ২০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।
স্কুলে হামলার ঘটনাকে ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ড্যারিয়া হেরাসিমচাক।
ইউক্রেনের সরকার রোববার এক টুইটে জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত ২২৫টি শিশু নিহত হয়েছে এবং ৪১৩ শিশু আহত হয়েছে।