বরগুনায় সিল মারা ব্যালট পেপার উদ্ধার
বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিল মারা ১১টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বরগুনার নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) সাকিব আল রাব্বির উপস্থিতিতে পড়ে থাকা এসব ব্যালট জব্দ করে বরগুনা থানার পুলিশ।
এ বিষয়ে সাকিব আল রাব্বি জানান, খবর পেয়ে বরগুনার ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি বিদ্যালয় ভবনের পেছনে ১১টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন। এসব ব্যালট পেপার কোথা থেকে কীভাবে এলো, তা খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, ‘মোট ১১টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৯টিতে নৌকা প্রতীকে সিল, অপর দুটিতে নৌকা ও আম উভয় প্রতীকে সিল মারা রয়েছে’। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা ব্যালট পেপার পরীক্ষা করে দেখা হয়েছে। ওই সব ব্যালটে যে সিল মারা রয়েছে, তার সঙ্গে নির্বাচন কমিশন থেকে দেওয়া সিলের কোনো মিল নেই।