ইউক্রেনের জিডিপি ৪৫ শতাংশ কমার আশঙ্কা, ঋণ পরিশোধের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
যুদ্ধকবলিত ইউক্রেনের জিডিপি ৪৫ শতাংশ কম হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সেরহিয়ি মারচেঙ্কো। আজ বুধবার তিনি এ তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ বুধবার এমনটি বলা হয়েছে।
তবে সরকারের যত ঋণ আছে তা পরিশোধে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইউক্রেনের অর্থমন্ত্রী। রাশিয়ার চলমান আগ্রাসনের কারণে ২০২২ সালে ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আগে জানিয়েছে, রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনের অর্থনীতির আকার ৩০ থেকে ৩৫ শতাংশে নেমে যেতে পারে।
ইবিআরডির এক সভায় ভিডিওকলে যুক্ত হয়ে ইউক্রেনের অর্থমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের মানুষজন চড়া মূল্য দিচ্ছে, যেটি আসলে পরিসংখ্যানে হিসাব দেওয়া সম্ভব নয়। তবে আমরা ধারণা করছি, ৪৫ শতাংশ জিডিপি ঘাটতি দেখা দিতে যাচ্ছে।’