মাধবদী পৌরসভায় নির্বাচন ১২ জানুয়ারি
স্থগিত হওয়া নরসিংদীর একটি কেন্দ্র এবং মাধবদী পৌরসভায় আগামী ১২ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র দখল, ভাংচুর, আগুন ও নির্বাচন কর্মকতাদের মারপিট করার অভিযোগে মাধবদী পৌরসভায় ১২টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে প্রথমে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। পরে অনিয়মের অভিযোগে মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি।
ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগে নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও সফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল।
জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নরসিংদী পৌরসভার ৮ নম্বর কেন্দ্রে কাউন্সিলর নির্বাচিত করার জন্য আগামী ১২ জানুয়ারি ওই কেন্দ্রে মোট এক হাজার ৭০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং মাধবদী পৌরসভায় ১২টি কেন্দ্রে মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচিত করার জন্য পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাধবদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন প্রধান মানিক ও বিএনপি সমর্থিত প্রার্থী হাজি মো. ইলিয়াস ছাড়াও চরমোনাই পীরের অনুসারী হারুন মিয়া (হাতপাখা) এবং আব্দুল বাতেন শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।