যুদ্ধে পরাজয়ের পর পুতিনের বিরুদ্ধে রাশিয়ায় অভ্যুত্থান ঘটবে
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানোভ বলেছেন, ‘যুদ্ধে রাশিয়ার পরাজয়ের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দেশটিতে অভ্যুত্থান ঘটবে। এর (অভ্যুত্থান) কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে।’
স্কাই নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন মেজর জেনারেল কিরিলো বুদানোভ। বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এমনটি জানানো হয়েছে।
ভ্লাদিমির পুতিন মানসিক ও শারীরিকভাবে খারাপ অবস্থায় রয়েছেন দাবি করে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান কিরিলো বুদানোভ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট খুবই অসুস্থ।’
কিরিলো বুদানোভ বলেন, ‘রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগস্টের মধ্যবর্তী সময়ে বিশেষ মোড় নেবে এবং এই যুদ্ধ এ বছরের শেষ নাগাদ থামতে পারে।’
কিরিলো বুদানোভ আরও বলেন, ‘আগস্টের দ্বিতীয়ার্ধে যুদ্ধ বিশেষ পরিস্থিতিতে পৌঁছাবে আর এ বছরের শেষ নাগাদ প্রায় সব জায়গায় চলমান লড়াই শেষ হবে। পরে দোনবাস ও ক্রিমিয়াসহ হারানো সব জায়গায় আমরা ইউক্রেনীয় শক্তি পুনরায় নবায়ন করব।’