সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা : ভোলায় কোস্টগার্ডের প্রচারণা
সাগরে মাছের প্রজনন মৌসুমে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা ও জেলেদের সচেতন করতে ভোলা জেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার পঞ্চম দিন আজ মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে সচেতনতার জন্য প্রচারণা চালান কোস্টগার্ড সদস্যরা। দ্রুতগতির বোট নিয়ে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীর জেলেদের মধ্যে প্রচারণা চালান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. সাহেদ সাত্তার, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার (গোয়েন্দা) কে এম শাফিউল কিঞ্জল প্রমুখ।
উল্লেখ্য, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য আহরণের জন্য প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।