ডাইনোসর কিনতে শিশুর সাড়ে চার লাখ টাকা খরচ!
ফুর্তি করে বাবার টাকা ওড়ানোর বয়স হয়নি তার। কিন্তু বাবার অ্যাকাউন্ট থেকে একদিনেই প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে ফেলেছে সাত বছরের ছেলে। কিন্তু কীভাবে, তা জানলে হয়তো আপনি আঁতকে উঠবেন। কারণ, অনলাইনে জুরাসিক ওয়ার্ল্ড গেম খেলতে গিয়ে স্রেফ ডাইনোসর কিনে এতগুলো টাকা খরচ করেছে সে।
গত বছরের শেষ দিকে যুক্তরাজ্যে এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বর্ণনায় জানা যায়, বড়দিনের আগে নিজের দোকানে ব্যস্ত সময় পার করছিলেন ক্রাউলি এলাকার মনিহারি দোকানের মালিক মুহাম্মদ সুগ্গার। হঠাৎ তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। খুলে দেখতে পান, গত ১৮ ডিসেম্বরের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে অ্যাপেল স্টোরে ৬৫টি লেনদেন হয়েছে। আর এই লেনদেনের পরিমাণ পাঁচ হাজার ৭৬৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে চার লাখ টাকা।
ব্যাপার কী ভাবতে ভাবতে তো বেচারা বাবার মাথায় হাত। এত টাকা খরচ হয়ে গেছে, তাও গেম আপডেটে! কীভাবে সম্ভব? হঠাৎ তাঁর মনে হলো বাসায় রাখা অ্যাপলের আইপ্যাডের কথা। ওই আইপ্যাডে প্রায়ই এই গেম খেলতে দেখেছেন তাঁর সাত বছরের ছেলে এরিককে। এরপরই জলের মতো পরিষ্কার হয়ে যায় বিষয়টি। বাবার অ্যাপল আইডি মনে রেখে এই কাণ্ড ঘটিয়েছে তাঁর ‘গুণধর’ ছেলে। গেমে জিততে একের পর এক কিনে গেছে ডাইনোসর!
ঘটনার পরই অ্যাপেল স্টোরে ছোটেন সুগ্গা। অ্যাপলের কর্মীদের কাছে ঘটনাটি বুঝিয়ে বলে টাকা ফেরত চান তিনি। প্রথমে টাকা ফেরত নাও পেতে পারেন বলে জানালেও শেষ পর্যন্ত টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। আর সেই টাকা দিয়ে ছেলে এরিকের জন্য উপহার কিনবেন বলে জানিয়েছেন দোকান মালিক সুগ্গা।