২৪ ঘণ্টায় তিন শতাধিক ইউক্রেনীয় সেনা হত্যা করা হয়েছে : রাশিয়া
এক দিনে ইউক্রেনের তিন শতাধিক সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে ইউক্রেনের ক্রিভিয়ি রিহ অঞ্জলে দেশটির সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া। ক্রিভিয়ি রিহ্ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এলাকা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগোর কোনাশেঙ্কোভ বলেন, “এখন কিছু বিস্তারিত তথ্য দিচ্ছি। গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের বেশি ‘জাতীয়তাবাদীকে’ (ইউক্রেনীয় সেনা) হত্যা করা হয়েছে।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘রাশিয়ার বিমান হামলার ফলে ৩০০ জনের বেশি জাতীয়তাবাদী নিহত হয়েছে এবং ৫০টিরও বেশি সামরিক ইউনিটের অস্ত্রসরঞ্জাম ধ্বংস করা হয়েছে।’