মহানবী (সা.)-কে কটূক্তি : সংসদে নিন্দা প্রস্তাবের আহ্বান
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার অবমাননাকর মন্তব্যে সংসদে নিন্দা পাসের আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। একই সঙ্গে তিনি বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের আহ্বান জানান।
সংসদ সদস্য হারুন বলেন, মহানবী (সা.) আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের আদর্শ, আমাদের নেতা এবং আমাদের হাশরের মাঠে যিনি আমাদের সুপারিশকারী, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-কে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে, এর প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে।’
হারুন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং সার্কের একটি অন্যতম রাষ্ট্র। এই সার্ক অঞ্চলে প্রায় ৬০ থেকে ৭০ কোটি মুসলমানের বসবাস। অথচ আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি।’
সংসদ সদস্য হারুন বলেন, ‘আমরা আশা করব, এ বিষয়ে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। এটা এই অঞ্চলের শান্তিশৃঙ্খলা স্থিতিশীলতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম একটা শর্ত। যে কারণে আমি মনে করি, যেহেতু সার্কের অন্তর্ভুক্ত আমাদের এই দেশ, এখানে বাংলাদেশে একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’