মানহানি মামলায় বরিশালে পত্রিকার সম্পাদকসহ চারজনকে সমন
ব্ল্যাকমেইল করে সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি ও হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল নগরীর দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে তাঁদের বিরুদ্ধে একটি মানহানির মামলার পর বরিশাল মুখ্য মহানগর বিচারিক আদালতের বিচারক মো. আলী হোসাইন এই সমন জারি করেন।
জেলা আইনজীবী সমিতির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে ওই মামলা করেন। মামলার আসামিরা হলেন বাংলাদেশ বাণীর সম্পাদক ও প্রকাশক, বিএম কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ভিপি এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. মঈন তুষার, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ড. ননী গোপাল দাস, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রতিবেদক রকিবুল হাসান।
মামলায় উল্লেখ করা হয়, বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন মুখ্য বিচারিক হাকিম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে কর্মরত রয়েছেন। গত ৮ জানুয়ারি ‘অসীম দেওয়ানের কিলিং মিশন ফাঁস! ব্যর্থ হয়ে ফিরে গেলেন সাত খলিফার নেতা মামা খোকন’ শিরোনামে বাদীর ছবিসহ মানহানি ও আপত্তিকর বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করে। অসত্য বক্তব্যের সংবাদ প্রকাশ করে তাঁর দীর্ঘদিনের সুনাম ও আইন পেশার সুখ্যাতি নষ্টসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাদী। পরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন। কিন্তু তাঁরা প্রতিবাদ প্রকাশ করবেন না বলে জানিয়ে ভবিষ্যতে আরো অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশের হুমকি দেন।