সাইবার ক্রাইম প্রতিরোধে বরগুনায় সভা
তথ্যপ্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বেড়ে চলেছে এর অপব্যবহারও। অপরাধী শনাক্তকরণে নানা সীমাবদ্ধতার কারণে সাধারণ সচেতন মানুষের মধ্যেও প্রযুক্তিগত অপরাধ নিয়ে বাড়ছে উদ্বিগ্নতা। সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষের যথেষ্ট ধারণা না থাকায় এর প্রবণতা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মোবাইল প্রযুক্তির ব্যবহার ও সাইবার ক্রাইমের মাধ্যমে নারী-শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে গণপ্রচারণার লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় বরগুনার জাগো নারী রিসোর্স সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগো নারী।
সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা হাসির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি আবদুল আলীম হিমু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন শীল প্রমুখ।
সভায় ২০১৩ ও ২০১৪ সালে সারা দেশে সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধের পরিসংখ্যান তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন জাগো নারীর কর্মসূচি ব্যবস্থাপক ডিউক ইভনে আমিন।
প্রবন্ধে উল্লেখ করা হয়, কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় বরগুনা জেলার ছয়টি উপজেলায় মোবাইল প্রযুক্তির ব্যবহার ও সাইবার ক্রাইমের মাধ্যমে নারী-শিশুর বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধে গণপ্রচারণা শীর্ষক প্রকল্পের অধীনে নানামুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবী নির্বাচন ও তাদের প্রশিক্ষণ, নির্ধারিত ৫০টি বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে সচেতনতামূলক কার্যক্রম।
এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ এবং বিটিআরসির সঙ্গেও লবি মিটিংয়ের পরিকল্পনা রয়েছে এ কর্মসূচির অধীনে।