ইন্দোনেশিয়ায় হামলায় আইএসের দায় স্বীকার
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’-এর ওয়েবসাইটে জাকার্তা হামলার দায় স্বীকার করা হয়েছে। আমাকের বরাত দিয়ে রয়টার্স বৃহস্পতিবার দিবাগত রাতে জানায়, আজ সকালে জাকার্তায় হামলা চালিয়েছে সশস্ত্র আইএস সদস্যরা।
বৃহস্পতিবার সকালে জাকার্তার কেন্দ্রস্থলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী এ হামলাকে ধরনের দিক দিয়ে তুলনা করা হচ্ছে দুই মাস আগের প্যারিস হামলার সঙ্গে। এ হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক ও পাঁচ হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘে কর্মরত এক ডাচ নাগরিকসহ আরো ২০ জন আহত হয়েছেন।
নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন কানাডার নাগরিক, অন্যজন ইন্দোনেশীয়। হামলাকারীদের দুজনের মৃত্যু হয়েছে আত্মঘাতী বোমায়। বাকি তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ হামলার কেন্দ্র ছিল জাকার্তার সারিনা শপিংমল মোড়, যা রাজধানী শহরের প্রধান বাণিজ্যিক এলাকা। আর এর কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ ভবন ও ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
আমাকের খবরে বলা হয়, ‘জাকার্তায় বিদেশি নাগরিক ও তাদের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আইএস সদস্যরা।’ ওয়েবসাইটটি এক প্রতিবেদনে লিখেছে, ইসলামিক স্টেট যোদ্ধারা সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে বিদেশি নাগরিক এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়েছে।
এর আগেও ইন্দোনেশিয়াকে হামলার হুমকি দিয়েছিল আইএস। এ হুমকির কয়েক দিনের মাথায় এমন ঘটনা ঘটল। দেশটির পুলিশপ্রধান টিটো কার্নাভিয়ান বলেছেন, বাহরুন নাইম নামের এক ইন্দোনেশীয় নাগরিকই এই হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে, যিনি বর্তমানে সিরিয়ায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র আন্তন শার্লিয়ান বলেছেন, হামলাকারীরা প্যারিস হামলার ধরনই অনুসরণ করেছে বলে মনে হচ্ছে। আর এ ক্ষেত্রে আইএসপন্থী স্থানীয় কোনো উগ্রপন্থী দলও জড়িত থাকতে পারে। শার্লিয়ান জানান, গত নভেম্বরেই আইএসের হামলার হুমকি তাঁরা পেয়েছিলেন।