দোকানে গিয়ে দেড়মাস নিখোঁজ ডেইজী, খুঁজছে পরিবার
মানসিক ভারসম্যহীন মধ্যবয়সী নারী মোছা. ডেইজী। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার বাসার নিচে নেমেছিলেন তেল আর কলা কিনতে। কিন্তু, কেনাকাটা শেষে আর বাসায় ফেরেননি।
ঘটনাটি ঘটে গত ২৪ মে। ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও ডেইজী কোথায় আছেন, সে খবর পরিবারের কেউ জানে না। তবে, থেমে নেই ডেইজির পরিবারের লোকজন। তারা খুঁজে চলেছে।
পরিবারের লোকজন কখনও মাইকিং করছেন, কখনওবা পোস্টার সাঁটছেন দেওয়ালে। শুধু তাই নয়, যে যেখান থেকে যেভাবে ডেইজীর খোঁজ দিতে ডাকছেন; তারা সেখানে যাচ্ছেন। তারপরও খোঁজ মিলছে না তাঁর।
২৪ মে সকাল ৮টা। ডেইজী তাঁর বোনজামাই সালাউদ্দিন ভূঁইয়া স্বপনের সঙ্গে বাসার নিচে নামেন। জামগড়া প্রীতি গ্রুপের দক্ষিণ গেটের সামনে থেকে স্বপন ডেইজীর কাছে এক হালি কলা ও তেল কিনে দেন। তখন স্বপন ডেইজীকে বলেন, ‘এগুলো নিয়ে তুমি বাসার ওপরে ওঠো।’
সালাউদ্দিন ভূঁইয়া স্বপন এ প্রতিবেদককে বলেন, ‘আমি তেল আর কলা কিনে বাসায় যেতে বললাম। কিন্তু, আর কখনও বাসায় ফেরেননি ডেইজী। তারপর খেকে আমরা তাঁকে খুঁজছি। কিন্তু, পাচ্ছি না। কেউ যদি ডেইজীর খোঁজ দিতে পারেন, আমরা উপকৃত হব।’
স্বপন বলেন, ‘যেকোনো মূল্যে আমরা ডেইজীর সন্ধান চাই। কোথাও কেউ ডেইজীর (খবরে প্রকাশিত ছবি তাঁর) সন্ধান পেলে আমার নম্বরে (০১৭১২-৫২২৪৪১) যোগাযোগ করার অনুরোধ করছি।’
জানা গেছে, ডেইজি বেগম মানসিকভাবে ভারসম্যহীন হওয়াতে তিনি কখনও বিয়ে করেননি। ফলে, তাঁর নিজের কোনো ছেলে-মেয়ে নেই। ডেইজীর সাত বোন রয়েছে। দুইভাই মারা গেছেন। ডেইজীর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের ইত্তর পাইকসা গ্রামে।