ফাঁসির লাইভ দেখাতে চান মিসরের আদালত
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে হত্যা করেছিলেন এক যুবক। অপরাধ প্রমাণ হওয়ায় সে যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুধু তা-ই নয়—ফাঁসি কার্যকরের ঘটনা লাইভ দেখাতে পার্লামেন্টেও আবেদন করেছেন আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মিসরে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করতেন মোহাম্মদ আদেল (২১) ও নায়েরা আশরাফ। আদেল নায়েরাকে বিয়ের প্রস্তাব দেন। নায়েরা সে প্রস্তাব নাকচ করে দিলে তাঁকে কুপিয়ে হত্যা করেন আদেল।
দোষী প্রমাণ হওয়ায়, আদালত গত ২৮ জুন তাঁর মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য দেশটির পার্লামেন্টের কাছে আবেদন করেছে মানসৌরা আদালত।
দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এ কাজ থেকে বিরত রাখাই আদালতের লক্ষ্য বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।